নারী এশিয়ান কাপের আরেকটি বয়সভিত্তিক আসরের মূলপর্বে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর এবার বাংলাদেশের মেয়েদের সামনে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার হাতছানি। এই আসরের বাছাই অভিযান শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ আছে এইচ গ্রুপে। শুরুর দিনই স্বাগতিক জর্ডানের মোকাবেলা করবে সুরভী আখন্দ প্রীতিরা। এইচ গ্রুপে জর্ডান ও বাংলাদেশ ছাড়াও আছে চাইনিজ তাইপে। আট গ্রুপের সেরা আট দল আগামী বছর চিনে হতে যাওয়ায় মূল পর্বে সুযোগ পাবে। আয়োজক চিনসহ গত আসরের তিন সেরা দল- চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স-আপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি চলে গেছে আগামী বছর ৩০ এপ্রিল শুরু হতে যাওয়া মূল পর্বে। নারী ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বাংলাদেশের মেয়েদের সামনে আরেকটা বড় সুযোগ এই বাছাই।...