১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ইসরায়েল গাজায় আটক থাকা ৪৮ জন বন্দীর বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে সম্মত হয়েছে– যাদের অধিকাংশই বিনা অভিযোগে আটক রয়েছেন।আসন্ন কয়েক ঘণ্টার মধ্যে হামাস গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কয়েক মাসের আলোচনার পর এই চুক্তিটি সম্পাদিত হয়েছে, যা সকল বন্দীর মুক্তি, প্রায় ২,০০০ ফিলিস্তিনি কয়েদির মুক্তি এবং ছিটমহলটির উপর ইসরায়েলের গণহত্যার মতো আক্রমণের স্থায়ী সমাপ্তি ঘটাবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের মধ্যে কারা মুক্তি পাবেন?ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী ও আটককৃতকে মুক্তি দিতে সম্মত হয়েছে। এদের বেশিরভাগকেই কোনো অভিযোগ ছাড়াই ইসরায়েলি আটক কেন্দ্র এবং সামরিক ক্যাম্পে রাখা হয়েছে। ইসরায়েলের...