১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম কিশোরগঞ্জের মিঠামইনে একটানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৬ জন শিশু-কিশোর। সাইকেল উপহার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিশু-কিশোর। পাশাপাশি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা ও এলাকাবাসী। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুব সমাজের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এতে ৮ বছর থেকে ১৮ বছর বয়সী কিশোররা একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়। এর আগে মহিষারকান্দি যুব সমাজের উদ্যোগে ঘোষণা দেওয়া হয়েছিল যারা টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের পুরস্কৃত করা হবে। উক্ত অনুষ্ঠানে জেলার মিঠামইন...