তারকাদের ছবি ও আইডি ব্যবহার করে প্রতারণা করার ঘটনাটি নতুন না হলেও বর্তমানে তা বেড়েই চলেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের তারকা মাঝে-মধ্যেই অনুরাগীদের সতর্ক করছেন। এ তালিকায় রয়েছেন দেশের তারকারাও। কদিন আগেই অভিনেত্রী নুসরাত ফারিয়া এ বিষয়ে সতর্ক করেন অনুরাগীদের। সেই রেশ কাটতে না কাটতেই এবার অপ্রত্যাশিত ঘটনার শিকার হওয়ার আগেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নাহার নীহা। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ ব্যাপারে লিখেছেন, আমার নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, এসএমএস ও ফেসবুকে বা যেকোনো যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে যদি কখনো অর্থ চাওয়া হয়, সেটা প্রতারণা। আমি কখনোই অন্য কাউকে ব্যক্তিগতভাবে এমন অনুরোধ করবো না। এই বিষয়ে যাদের পরিচয় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা...