নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি—চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগে পরিবর্তন দেখিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমারস্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি, এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের অংশ আগস্টে ছিল ৩৬.০৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে বেড়ে ৩৬.১৬ শতাংশ হয়েছে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৬০ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.০৭ শতাংশ শেয়ার। ইস্টার্ন ব্যাংকেরমোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লক্ষ ৩৮ হাজার ৮৪৩ টি এবং পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৮৪৩ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট...