ষষ্ঠ হিজরিতে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের একটি জামাত নিয়ে মক্কার উদ্দেশে সফর করেন। উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে ওমরাহ পালন করা। কিন্তু কাফেররা তাদের মক্কায় প্রবেশে বাধা দেয়। অবশেষে উভয় পক্ষের মধ্যে হুদায়বিয়ার সন্ধি নামে বিখ্যাত শান্তিচুক্তি সম্পাদিত হয়। সফরের এক পর্যায়ে কাফেলার পানি ফুরিয়ে যায়। পিপাসায় ক্লান্ত সাহাবিরা হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি অবহিত করেন। তখন প্রিয় নবীর হাত থেকে প্রকাশ পায় এক অলৌকিক মুজিজা। হজরত জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, হুদায়বিয়ার দিন লোকেরা খুব পিপাসার্ত হলেন। এ সময় হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি চর্মপাত্র ভর্তি পানি ছিল মাত্র। তিনি তা দিয়ে অজু করলেন। তখন লোকেরা তার কাছে এগিয়ে এলে তিনি তাদের বললেন, কী হয়েছে তোমাদের? তারা বললেন, হে আল্লাহর রাসুল!...