ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে এবং তথ্য গোপন করে অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগে গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ইউনিটের কুচিয়াগ্রাম বাজারের বিক্রয়কেন্দ্রের ডিলার অনিক শেখের বরাদ্দ স্থগিত করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এতে গোপালপুর ইউনিয়নের জন্য মো. অনিক শেখ এবং মো. আরিফুজ্জামান আবেদন করেছিলেন। এদিকে, গত ২৭ সেপ্টেম্বর অপর আবেদনকারী মো. আরিফুজ্জামান জেলা প্রশাসক বরাবর অনিক শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, অনিক শেখ ব্যবসায়ী নন এবং চাল রাখার জন্য তিনি যে ঘরের দলিল জমা দিয়েছেন, সেটি ইউনিয়নের বাইরে পৌরসভার মধ্যে অবস্থিত এবং আকারে ছোট, যেখানে ১৫ মেট্রিক টন চাল রাখা সম্ভব নয়। এছাড়াও...