১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বৃষ্টির পানিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবদ্ধতায় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। সরজমিনে দেখা যায়, টানা বৃষ্টিপাত ও সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে আছে। এটি দেখলে এখন পুকুর মনে হয়। স্থানীয়রা জানান, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল এক সময় এলাকার খেলাধুলার প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের উপস্থিতিতে মুখর থাকত মাঠটি। বর্তমানে মাঠের অধিকাংশ জায়গা পানিতে ভরা, আবর্জনায় ভরে গেছে মাঠের চারপাশ। মাঠের পাশেই ইউনিয়ন পরিষদের ভবন। পরিষদের আসা যাওয়ার রাস্তায় পানি জমে থাকে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, বারবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে...