প্রিয়জনকে আদর করতে আমরা অনেক সময়ই জড়িয়ে ধরি। সাধারণত মানসিক প্রশান্তির জন্যই এমনটা করা হয়। কিন্তু এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন ট্রেভর হুটন নামের এক যুবক। যুক্তরাজ্যের ব্রিস্টলের নাগরিক ট্রেভর এক ঘণ্টা জড়িয়ে ধরার বিনিময়ে নেন ৭৫ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার টাকা। তিনি এটির নাম দিয়েছেন ‘কাডল থেরাপি’। টেভর মনে করেন, তিনি যেটি দেন সেটি সাধারণ কোনো আলিঙ্গন নয়, এর সঙ্গে থাকে নিখাদ যত্ন, আদর এবং শুভকামনা। টেভর জানান, ব্যক্তিভেদে কাজের ভিন্নতা রয়েছে। কার জন্য কী ভালো তা ব্যক্তির ওপর নির্ভর করে। তিনি বলেন, ‘যদি আপনার হাতে এক ঘণ্টা সময় থাকে, যখন পুরোটাই অবসর, সেই সময় যদি আদর, ভালোবাসা পান কেমন লাগবে?’ অনেকেই শুরুতে বিব্রত হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বস্তি পেতে থাকেন। ট্রেভর বলেন, ‘কাডল থেরাপিস্ট মানে...