২০২৩ সালের আহমেদাবাদে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গের নায়ক ছিলেন ট্রাভিস হেড। তাঁর ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংস ভারতের বিপক্ষে এনে দিয়েছিল অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। দুই বছর পর, নারী বিশ্বকাপে যেন সেই কাহিনীই ফিরে এলো অন্য এক রূপে।রবিবার বিশ্বকাপের গ্রুপ পর্বে বিশাখাপত্তনমে ভারতের দেওয়া ৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া নারী দল। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি—খেলেছেন ১০৭ বলের ঝড়ো ১৪২ রানের ইনিংস (২১ চার, ৩ ছক্কা)।এটি নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া—এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কা ৩০২ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিল।ভারত আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে তোলে ৩৩০ রান। ইনিংসের নায়ক ছিলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা (৮০) ও প্রতীকা রাওয়াল (৭৫)। দুজনের উদ্বোধনী জুটি ছিল ১৫৫ রানের,...