রাদিফের এই অর্জনে তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে মাদ্রাসা কর্র্তৃপক্ষ। সে আল-আবরার তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়। অনাবাসিক ছাত্র হয়েও তার সাফল্যে চমক সৃষ্টি হয় বলে দাবি শিক্ষকদের। হাফেজ রাদিফ রায়পুরের চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের ছেলে। তারা পরিবার নিয়ে রায়পুরের গাজী কমপ্লেক্সে থাকেন। মাদ্রাসা কর্র্তৃপক্ষ জানায়, সাধারণত সব মাদ্রাসায় হিফজ বিভাগ আবাসিক হয়। কিন্তু অনাবাসিক আল-আবরার তাহফিজুল কোরআন মাদ্রাসায় ১৭ মাসে কোরআনের হাফেজ হয়ে রাদিফ চমক সৃষ্টি করেছে। এটি প্রতিষ্ঠানের জন্যও বড় অর্জন। সম্প্রতি মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে হাফেজ রাদিফ আল হাসানকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। একই সময় আরও কয়েকজন শিক্ষার্থীর নতুন পাঠ শুরু করা হয়। রাদিফের বাবা হারুনুর রশিদ জানান, রাদিফ বাসা থেকে আসা-যাওয়া করে পড়ালেখা করেছে। কোরআন পাঠে সে সবসময়...