আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের এক অস্থায়ী শিক্ষিকাকে একজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে নগ্ন অবস্থায় ভিডিও কলে যৌন সম্পর্কের প্রস্তাব দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বারেন কাউন্টি শেরিফ দপ্তরের তথ্যমতে, অভিযুক্ত শিক্ষিকার নাম ক্রিস্টাল সিমস । তার বয়স ৩০ বছর। অভিযোগে বলা হয়েছে, তিনি গোসলখানায় নগ্ন অবস্থায় ওই ছাত্রের সঙ্গে ভিডিও চ্যাটে অংশ নেন এবং যৌন সম্পর্কের জন্য সাক্ষাতের পরিকল্পনা করেন। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট। এতে বলা হয়, মঙ্গলবার এক কিশোর বারেন কাউন্টি শেরিফ অফিসের গোয়েন্দার সঙ্গে দেখা করে অভিযোগ করে যে, সিমস তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে যোগাযোগ করেছেন। পরে ডব্লিউসিএলইউ রেডিও স্টেশনের হাতে পাওয়া পুলিশের উদ্ধৃতি অনুযায়ী, সিমস এই শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ রাখতেন। এই মাধ্যমে ওই ছাত্র প্রথমে তাকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠায়। এরপর দুজন অনলাইনে চ্যাট...