ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ে দীর্ঘদিন আলোচনা করছে। কারণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশের শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গত ৩০ আগস্ট ঢাকা সফরের কথা থাকলেও তা বাতিল হয়। তার সফরে ইতালিতে অবৈধ অভিবাসন নিয়ে আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা ছিল। তবে এই আলোচনা এবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ইতালি সফরে হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগেই বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। এবার আলোচনা হলে ইতালিতে ভিসা নিয়ে দীর্ঘসূত্রতার বিষয়টিও সামনে আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রবিবার (১২ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রোমের উদ্দেশে রওনা হয়েছেন। আগামী ১৩ অক্টোবর তিনি সেখানে বক্তব্য রাখবেন। ফোরামের অনুষ্ঠানের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির...