বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-প্রভাষক পদেদ্রুত নিয়োগের জন্য ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ জারির দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা। রোববার,(১২ অক্টোবর ২০২৫) রাজধানীর শাহবাগে সমাবেশ করে এ দাবি জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য সুপারিশ না পাওয়া এই প্রার্থীরা। এ সময় আন্দোলনকারীদের নেতা খোরশেদ আলম বলেন, ‘১৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীর মধ্যে আমরা ৬০ হাজার ৫২১ জন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হই। গত জুনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি হলে আমরাও আবেদন করি।’ ওই গণবিজ্ঞপ্তির ফলাফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ লাখ ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয় জানিয়ে তিনি বলেন, ‘এতো বিপুল সংখক শূন্য পদ থাকা সত্ত্বেও আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ২১৩ জন প্রার্থীর শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাইনি।’ খোরশেদ আলম বলেন,...