রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে (বিশ্বাস বিল্ডার্স) তালা ভেঙে দুটি দোকান থেকে প্রায় ২১ লাখ টাকার চুরির ঘটনায় মো. আলিম হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ। পরবর্তী সময়ে শনিবার তাদের আদালতে তুলে দুদিনের রিমান্ডের নেয় পুলিশ। সোমবার রিমান্ডের শেষে গ্রেফতার আলিম হাওলাদারকে আদালতে পাঠানো কথা রয়েছে। নিউমার্কেট থানার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে মার্কেটের চতুর্থ ও নিচতলায় দুটি দোকানের তালা ভেঙে নগদ ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি হয়। এ ঘটনায় ৭ অক্টোবর মার্কেটের নিচতলার ৭০ নম্বর দোকানের ম্যানেজার মানিক মিয়া বাদি হয়ে মামলা...