স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে দেশব্যাপী শিশু, কিশোরী এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন নারীদের টিকা দ্বারা প্রতিরোধযোগ্য বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর প্রায় ৪২ লক্ষ শিশুকে বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এবং এর মাধ্যমে প্রায় ১ লক্ষ শিশু মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছে। রোববার ১২ অক্টোবর, সকাল ৯ টায় মেপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ধানমন্ডিতে বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির ব্যবস্থাপনায় টাইফয়েড জ্বর প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলী...