এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে অপ্রত্যাশিত হার দেখেছে বাংলাদেশ। সেজন্য অবশ্য সমালোচনার সব তীর গেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দিকেই। ম্যাচের শুরু থেকেই চমক দেন তিনি। শমিত সোম-ফাহমিদুল ইসলাম-জামাল ভূঁইয়াদের বাদ দিয়েই শুরুর একাদশ সাজান তিনি। ম্যাচ হারের পেছনে এটাকেই বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই। দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন হংকংয়ে। আজ রোববার (১২ অক্টোবর) দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে হামজা-জামালরা। সেই অনুশীলনের ফাঁকে দলের প্রস্তুতি নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন কাবরেরা। বাফুফের পাঠানো সেই বার্তায় ব্যাখ্যা দিয়েছেন শমিতকে না খেলানোর। এখানেও অবশ্য সেই পুরোনো ক্যাসেটই বাজালেন তিনি। টেনে আনলেন ভ্রমণ ক্লান্তির কথা। কাবরেরা বলেন, ‘আগের ম্যাচে… আসলে ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে শমিত দলের সঙ্গে যোগ দিয়েছিল, তবে সে ভালো অনুভব করছিল, প্রায় ৪০-৪৫...