নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু এখন মলিন হওয়ার পথে। টানা দুটি ম্যাচে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং ব্যর্থতার পুরনো রূপ আবারও বেরিয়ে এসেছে। সেসব ভুলে জয়ের খোঁজে সোমবার (১৩ অক্টোবর) চতুর্থ ম্যাচে মাঠে নামছে টাইগ্রেসরা। ভারতের বিশাখাপত্তনম স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় প্রোটিয়া বধের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও সনি-১ এ। অনলাইনে ট্যাপম্যাড অ্যাপে। বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাকিস্তানকে হারিয়েছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকেও চোখ রাঙানি দিয়েছিল। আম্পায়ারের বিতর্কিত সেই সিদ্ধান্ত নাহলে হয়তো সে ম্যাচটিও জিতেই যেতো টাইগ্রেসরা। তবে তৃতীয় ম্যাচে আগের দুই ম্যাচের বিপরীত চিত্র দেখা গেছে। পুরনো ব্যাটিং ব্যর্থতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। নিউজিল্যান্ডকে স্পিন ঘূর্ণিতে পরাস্ত করে ২২৭ রানেই আটকে দিয়েছিল...