চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী জানুয়ারিতে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চার ইউনিট ও তিনটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে হবে ভর্তি পরীক্ষা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সভায় ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ জানুয়ারি, ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি নেওয়া...