ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার বন্ধুকে মারধরের অভিযোগে করা মামলায় আদালত ঘটনার কারণ জানতে চাইলে আসামি দাবি করেন, মারধরের মতো ‘কোনো কিছু ঘটেনি’। রোববার,(১২ অক্টোবর ২০২৫) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এ কথা বলেন ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ পরিচালক রাজিয়া বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই শিক্ষার্থী ‘স্বপ্ননিবাস হোস্টেলে’ গিয়েছিলেন তেজগাঁও কলেজের এক ছাত্রীর অতিথি হিসেবে। ওই ছাত্রী ও তার বন্ধুকে আটকে রেখে মারধরের অভিযোগে রাজিয়ার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়। এ মামলায় মঙ্গলবার রাতে তেজগাঁও কলেজের পাশের ‘স্বপ্ননিবাস হোস্টেল’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন গত বৃহস্পতিবার ধার্য করে আদালত। বৃহস্পতিবার আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রোববার ধার্য করেন। এদিন শুনানিকালে রাজিয়া বেগমকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে আইনজীবী রহিম মিয়া জামিন...