১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক নিয়ে এখনই ‘শেষ সিদ্ধান্ত’ বলতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওয়েট করেন, আপনারা দেখবেন। আমি মনে করি না গণতন্ত্রের উত্তরণের পথে এনসিপি কোনো সমস্যা হবে।’ রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। এনসিপির শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘একটা প্রতীকের বিষয় আসছে। আমাদের ইলেকশন কমিশনের সচিব মহোদয় অলরেডি এক্সপ্লেইন করেছেন যে, কোনো দল নিবন্ধন যখন পায়, আমাদের প্রতীকের নির্ধারিত তালিকা আছে, ওখান থেকে তাদের প্রতীক নিতে হয়। এনসিপির...