শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ জারির দাবিতে ঢাকার শাহবাগ এলাকায় রাতে ‘মোমবাতি মিছিল’ করার পর সেখানে অবস্থান করছেন। সোমবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ কার্যালয় অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করে তারা বলেছেন, দাবি না মানলে সংস্থার কার্যালয় বন্ধ করে দেওয়া হবে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা রোববার সারাদিন শাহবাগে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচি পালন করেন। রাতে সাড়ে ৮টায় প্রার্থীরা প্রজ্বলিত মোমবাতি হাতে মিছিল করেন। জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি টিএসসি মোড় ঘুরে আবার জাদুঘরে ফিরে আসে। এরপর সেখানেই অবস্থান করছিলেন তারা। নিয়োগ প্রার্থীদের নেতা খোরশেদ আলম রাত ১০টায় সাংবাদিকদের বলেন, “আমরা সারারাত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করবো। সকাল ১০টায় আমরা এনটিআরসিএ কার্যালয়ের...