জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা সংস্কারপন্থিদের দল এবি পার্টি এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী দিতে যাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে গত বছর ২১ আগস্ট দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি); দেয়া হয় ‘ঈগল’ প্রতীক। এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির চেয়ার?ম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ আলাদা প্ল্যাটফর্ম গঠনের এক বছর পর ২০২০ সালে এবি পার্টি গঠনের ঘোষণা দেন। দলটির...