চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জীবনের আলোচিত অধ্যায়- কারাবাসের অভিজ্ঞতা নিয়ে সিনেমা বানানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পরপরই তিনি একটি বই লিখেছেন, যা প্রকাশ করবেন তাঁর ছেলে বড় হলে। শুধু বই নয়, সেই অভিজ্ঞতাকে সিনেমায় রূপ দেওয়ার কথাও ভাবছেন বলে জানান এই অভিনেত্রী। পরীমণি বলেন, আমি এখন অবধি জেলখানা নিয়ে কোনো কিছু বলিনি। এটা নিয়ে কিছু বলার আগ্রহ নেই। এটা একটা মিথ্যা জিনিস। এটা নিয়ে কিছু বলতে অপ্রিয় সত্যটা মানুষ জানলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। আমি চাই না কেউ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলুক। রিমান্ড প্রসঙ্গে পরী বলেন, রিমান্ড একটা ফালতু জিনিস। রিমান্ডের জিনিসপত্র সব ভাঙাচোরা। মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় কিছু ছবি লাগানো হয়। আমি বলেছি এগুলো পরিবর্তন করতে, কারণ এগুলো...