আপনারা হয়তো অনেক সময় দেখেছেন সাইকেল বা বাইকের পিছনে কুকুরকে ধাওয়া করতে অথবা এই ঘটনা আপনার সাথেও ঘটেছে। পথের কুকুররা কোন কারণ ছাড়াই বাইক বা সাইকেলের পিছন পিছন দৌড়াতে থাকে। কিন্তু অনেকেই এই পরিস্থিতিতে পড়ে ঘাবড়ে গিয়ে মারাত্মক ভুলটি করে বসেন। জানিয়ে রাখি, কুকুরের শত্রুতা কিন্তু আপনার সাথে নয়, বরং আপনার গাড়ির গন্ধের জন্য কুকুরটি তাড়া করছে। আসলে কুকুরের ঘ্রাণশক্তি মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। আর কুকুরের একটা স্বভাব হলো গাড়ির টায়ার বা চাকায় প্রস্রাব করা আর এই স্বভাবের কারণে হয়তো আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। যদি আপনার গাড়ির চাকাতে কুকুর প্রস্রাব করে এবং আপনি সেই গাড়ি চালিয়ে অন্য এলাকায় যান তাহলে অন্য পাড়ার কুকুর সেই প্রস্রাবের গন্ধ পায় এবং তাদের মনে হয় অন্য পাড়ার কুকুর তাদের এলাকায় ঢুকে পড়েছে...