১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আগামীকাল সোমবার মিশরের শার্ম এল-শেইখে অনুষ্ঠিতব্য গাজা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ)। আমেরিকা ও মিশরের যৌথ সভাপতিত্বে ২০টি দেশের বিশ্বনেতারা এতে উপস্থিত থাকবেন। রবিবার দ্য নিউ আরবের আরবি সংস্করণকে একজন জ্যৈষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, "ফিলিস্তিনি নেতৃত্ব সম্মেলনের আয়োজক মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সাথে যোগাযোগ করেন এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ব্যক্তিগতভাবে সম্মেলনে গ্রহণ করার জন্য অনুরোধ করেন, যাতে ফিলিস্তিনি নেতৃত্ব ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে বহাল রয়েছে তা পুনরায় নিশ্চিত করা যায়।" তবে ওই সূত্র জানায়, সিসি এই অনুরোধে সাড়া দেননি।একই সূত্র অনুসারে, কায়রো ফিলিস্তিন কর্তৃপক্ষকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট...