যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের মধ্যে সবচেয়ে বড় পতন দেখল মার্কিন শেয়ারবাজার। শুক্রবার ওয়াল স্ট্রিটে নেমে আসে এক ঐতিহাসিক ধস, যার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া বাণিজ্যিক উত্তেজনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চীন প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা। মার্কিন গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শুক্রবার দিনের শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিলের পর সবচেয়ে দ্রুত পতনের মুখে পড়ে। এর ফলে সপ্তাহজুড়ে বাজার থেকে অর্জিত সব লভ্যাংশ উবে যায়। বিশ্লেষকরা এটিকে ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সবচেয়ে বড় বাজার ধস বলে রেকর্ড করেছেন। শি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল এবং চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি বিশ্ববাজারে তাৎক্ষণিক ভয়াবহ প্রভাব ফেলে। দিনের শেষে প্রধান সূচকগুলোর পতন ছিল নিম্নরূপ: ডাও...