পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জেলা জেলায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্বিতীয় দফা যুগপৎ আন্দোলন কর্মসূচি শেষ করেছে ইসলামী আন্দোলন। এবার দাবি আদায়ে তৃতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বোরবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দলের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ২৪ এর জুলাইয়ে রক্তের নজরানা দিয়ে ছাত্র-জনতা যে দাবির যথার্থতা প্রমাণ করেছে সেই দাবির আইনি ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে; এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে ইনশাআল্লাহ। মাওলানা গাজী আতাউর রহমান...