জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে একধরনের উন্নয়নমূলক প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের আগে একাধিক ছাত্রসংগঠন ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কিছু উন্নয়নমূলক কাজ করে আসছিলো ছাত্রদল ও ছাত্রশিবির। তবে সম্প্রতি ছাত্র অধিকার′সহ অন্যান্য ছাত্রসংগঠনগুলোও এতে যুক্ত হয়েছে। ছাত্রদলের সাম্প্রতিক কর্মসূচির মধ্যে রয়েছে ক্যান্টিনের স্টাফদের মাঝে জার্সি বিতরণ, শিক্ষার্থীদের মাঝে জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, ছাত্রী হলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন। এছাড়া আরো কাজের মধ্যে রয়েছে ফল ও পিঠা উৎস, পানির ফিল্টার স্থাপন ও ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে একাধিক কার্যক্রম। তাদের সাম্প্রতিক উদ্যোগের মধ্যে রয়েছে ক্যাম্পাস ক্লিনিং, ক্যাফেটেরিয়া, রফিক ভবন ও...