আজকের ব্যস্ত জীবনে শরীরকে সুস্থ, ফিট ও প্রাণবন্ত রাখা যেন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ শুধু ক্লান্তিই বাড়ায় না, ত্বকের উজ্জ্বলতাও নষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা হতে পারে আপনার শরীর ও ত্বকের প্রকৃত রক্ষাকবচ। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অ্যালোভেরা জুস পান করলে একাধিক শারীরিক সমস্যা দূর হওয়ার পাশাপাশি বয়সও যেন পিছিয়ে যায় ২০ বছর! হেলথলাইন-এর একটি রিপোর্টে বলা হয়েছে, সকালে খালি পেটে অ্যালোভেরা জুস পান করলে হজমতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। এটি কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল ও পেট ফোলার মতো সমস্যা দূর করে। এতে থাকা প্রাকৃতিক এনজাইম ও ফাইবার অন্ত্র পরিষ্কার রাখে এবং লিভার ডিটক্স করে, ফলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। অ্যালোভেরা শুধু মুখে লাগানোর জন্য নয়, পান করলেও এটি ত্বকের দীপ্তি বাড়ায়। এতে...