রাসায়নিক ক্রিম নয়, এখন ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে। নিয়মিত কিছু প্রাকৃতিক টোটকা ব্যবহারেই মাত্র তিন দিনে মিলবে ব্রণর দাগ থেকে মুক্তি—বলছেন ত্বক বিশেষজ্ঞরা। ব্রণর দাগ ঢাকতে অনেকেই রাসায়নিক প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু এসব প্রোডাক্টে থাকা কেমিক্যাল ত্বকে প্রদাহ, জ্বালা এমনকি স্থায়ী দাগও ফেলে যেতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ—প্রকৃতির দিকেই ফিরুন। অ্যালোভেরা জেল ত্বকের জন্য একপ্রকার প্রাকৃতিক ওষুধ। এতে রয়েছে অ্যান্টিইনফ্লামেটরি গুণ, যা ব্রণর দাগ হালকা করতে সাহায্য করে।👉 প্রতিদিন অ্যালোভেরা পাতা কেটে এর জেল সরাসরি মুখে লাগান। দোকানের প্যাকেটজাত জেল নয়, তাজা অ্যালোভেরাই সবচেয়ে কার্যকর। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক গুণ। খাঁটি মধু মুখে লাগালে ব্রণর দাগ হালকা হয় এবং ত্বক পায় প্রাকৃতিক জেল্লা।👉 দিনে একবার ঘুমানোর আগে মুখে মধু লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফল মিলবে...