চাঁদাবাজির মিথ্যা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। বিষয়টি ভুল বোঝাবুঝি বুঝতে পেরে বাদী নাইম শেখের সাক্ষ্যের ভিত্তিতে গুলশান থানায় দায়ের করা মামলায় গতকাল শনিবার আদালত থেকে জামিন পান বলেও দাবি করেছেন তিনি। স্বেচ্ছাসেবক দল নেতা ইদ্রিসের আত্মীয়ের টাকা উদ্ধারের বিষয়ে কথা বলতে গিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদল নেতা শাওনসহ অন্যান্যরা ফেঁসে যান দাবি করা হয়েছে। এর আগে গত শুক্রবার মামলার বাদীকে অপহরণ ও নির্যাতন করে সাড়ে ৩৭ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলাটি করা হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতা ইদ্রিস ও হান্নান নাঈম শেখের কাছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পাবে। টাকা উদ্ধারের জন্য ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওনের কাছে সহযোগিতা চাওয়া হয়। পরবর্তীতে তিনি...