বিশ্বের প্রথম ফুসফুস ক্যানসারের ভ্যাকসিন CIMAvax-EGF ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষা হচ্ছে। কিউবায় তৈরি এই ভ্যাকসিনটি সাধারণ ভ্যাকসিনের মতো রোগ প্রতিরোধের জন্য নয়, বরং ইতিমধ্যেই থাকা ক্যানসার চিকিৎসার উদ্দেশ্যে তৈরি। CIMAvax-EGF ভ্যাকসিনটি ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর (EGF) নামক প্রোটিনকে লক্ষ্য করে, যা বিশেষ করে নন-সেলুলার ফুসফুস ক্যানসারে (NSCLC) টিউমারের বৃদ্ধিকে উদ্দীপিত করে। ভ্যাকসিনটি শরীরকে EGF-এর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন করতে প্ররোচিত করে, ফলে ক্যানসার কোষের বৃদ্ধির সংকেত বন্ধ হয় এবং কোষগুলোকে “ক্ষুধার্ত” করে তাদের বৃদ্ধি ধীর হয়ে যায়। কিউবার মলিকুলার ইমিউনোলজি সেন্টার-এ তৈরি এই ভ্যাকসিন ২০১১ সাল থেকে কিউবায় ব্যবহার করা হচ্ছে এবং রোগীদের মধ্যে ইতিবাচক বেঁচে থাকার ফলাফল দেখিয়েছে। গবেষণা নিষেধাজ্ঞা শিথিলের পর, যুক্তরাষ্ট্র রসওয়েল পার্ক কমপ্রিহেনসিভ ক্যান্সার সেন্টার-এর সঙ্গে অংশীদারিত্বে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। এটি যুক্তরাষ্ট্র ও কিউবার বৈজ্ঞানিক...