পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানের দাম্পত্যজীবন এক যুগেরও বেশি সময় ধরে চলছে। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্যজীবনের ১২ বছর পেরিয়েও তারা দুই সন্তানকে নিয়ে একসঙ্গে সুখে আছেন। এ তারকা দম্পতির দুই ছেলে তৈমুর খান ও জাহাঙ্গীর খান। জন্মের পর থেকেই তারা আলোচনায়। বিভিন্ন সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে কথা বলতেও শোনা যায় এ দম্পতিকে। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে স্বামী-সন্তান নিয়ে কথা বলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, সাইফের অভিজ্ঞতা ও শান্ত স্বভাব তাকে অনেকটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সাইফ অনেক বেশি শান্ত আর আমি হাইপার। তিনি বলেন, সে ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারে। আমি...