বিশ্বকাপে ম্যাচটা শুরু হয়েছিল ভারতীয়দের আশা নিয়ে, শেষ হলো অস্ট্রেলিয়ার ইতিহাস দিয়ে। বিশাখাপত্তনমে রোববার এক অবিশ্বাস্য নাটকীয়তায় নারী ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি। তার বিধ্বংসী ১৪২ রানের ইনিংসে ৩৩১ রানের পাহাড় তাড়া করে ভারতকে তিন উইকেটে হারাল অস্ট্রেলিয়া — যা নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড!প্রথমে ব্যাট করে ভারত তো কম কিছু করেনি। স্মৃতি মান্ধানার ঝড়ো ৮০ আর প্রতীকা রাওয়ালের ধীরস্থির ৭৫ রানে ভারতের ওপেনিং জুটি তুলেছিল ১৫৫ রানের ভিত্তি। মান্ধানা তুলে নেন নিজের ৫০০০ রান—সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলকে পৌঁছানো ভারতীয় ব্যাটার তিনি। তাদের জুটি ভারতকে ৩৩০ রানের সম্ভাবনাময় সংগ্রহ এনে দেয়, যা বেশিরভাগ দিনই জেতানোর মতোই হতো।কিন্তু আজকের দিনটা ছিল অ্যালিসা হিলির। উইকেটকিপার এই ব্যাটার নিজের ব্যাটে লিখে ফেললেন ইতিহাস। ১০৭ বলের...