শিশুদের রোগমুক্ত ও সুস্থভাবে বেড়ে ওঠার লক্ষ্যে মাগুরায় শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। রোববার সকাল ৯টায় মাগুরা পিটিআই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “শিশুদের রোগমুক্ত ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি এবং সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এ রোগের সংক্রমণ রোধ করা সম্ভব।” তিনি আরও বলেন, “জনসচেতনতা বৃদ্ধি এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাগুরার পুলিশ সুপার তিনি টিকাদান কার্যক্রমের নিরাপত্তা ও সচেতনতা প্রচারে পুলিশ প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও...