পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানের দাম্পত্যজীবন এক যুগেরও বেশি সময় ধরে চলছে। তাদের পারিবারিক জীবনে এখনো দেখা যায় পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনার রাগ সামলানোর গোপন রহস্য ফাঁস করলেন নবাব সাইফ আলি খান। এর আগে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্যজীবনের ১২ বছর পেরিয়েও তারা দুই সন্তানকে নিয়ে একসঙ্গে সুখে আছেন। সেই দাম্পত্যজীবনে টানাপোড়েন প্রসঙ্গে সাইফ আলি খান বলেন, স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই তার মূল ভরসা। তিনি বলেন, কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই। এর আগে অভিনেত্রী কারিনা কাপুরও জানিয়েছিলেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো...