সারাদেশের মত নীলফামারীতেও জাতীয়ভাবে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছ। বিনামূল্যে এই টিকা পেয়ে খুশি নীলফামারীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে। স্বাস্থ্যকর্মীরা জানান, প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছে এই টিকাদান কর্মসূচি। টিকা নেওয়া শেষে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলে জয়দিব কাঞ্জিলাল নামের এক শিক্ষার্থী। “আমি ভয় পাইনি, টিকা নিলে অসুখ থেকে রক্ষা পাব” বলছিল এই শিক্ষার্থী। রিমন ইসলাম নামের আরেক শিক্ষার্থী জানায়, “আমরা সবাই টিকা নিচ্ছি। কেউ ভয় পাচ্ছি না। টিকা নিলে অসুখ হবে না, এটাতেই সবচেয়ে বেশি ভালো লাগছে।” একই দিন উপজেলার ডোমার বালিকা উচ্চ বিদ্যা নিকেতনেও শিক্ষার্থীদের আগ্রহের সঙ্গে টিকা নিতে দেখা যায়। “প্রথমে টিকা নিতে ভয় লাগছিল। পরে যখন...