রাশিয়ার ওই হামলায় ইউক্রেইনের রাজধানী কিইভের কিছু অংশ এবং ইউক্রেইনের আরও ৯টি অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও পরে তা আবার চালু করা হয়েছে। কিইভ বলছে, রাশিয়ার আগ্রাসন থামানোর কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্থবির হয়ে পড়েছে। কারণ,বিশ্ব এখন গাজা-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার দিকে মনোযোগ দিচ্ছে। গত বুধবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে গত অগাস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান তিনি। তবে, কোনও শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন তারা। ফেইসবুকে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। এই আলাপ খুবই ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের অসাধারণ যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য তাকে অভিনন্দনও জানিয়েছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, “যদি একটি অঞ্চলে যুদ্ধ...