ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান হেফজুল বারী মোহাম্মদ ইকবাল (এইচ বি এম ইকবাল) ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। একই অভিযোগে তার ছেলে প্রিমিয়ার ব্যাংকের আরেক সাবেক চেয়ারমান ইমরান ইকবালের বিরুদ্ধেও আলাদা মামলা করেছে কমিশন। রোববার দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য দিয়েছেন। প্রায় ২৬ বছর পর গেল অগাস্টে ডা. ইকবালের পরিবারের প্রিমিয়ার ব্যাংকের নিয়ন্ত্রণ হারায়। পরিবারটির বিরুদ্ধে ‘অবৈধ সম্পদের’ অভিযোগ অনুসন্ধান শেষ করে ইকবাল ও তার ছেলের বিরুদ্ধ মামলা অনুমোদন করার বিষয়টি গেল ৯ অক্টোবর জানিয়েছে দুদক। তার তিনদিনের মাথায় তাদের বিরুদ্ধে মামলা হল। এছাড়া, ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও ছোট ছেলে...