এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ঢাকায় হংকং, চায়নার বিপক্ষে তীরে এসে ডোবে বাংলাদেশ। বাঁচামরার লড়াইয়ে শেষ মিনিট পর্যন্ত হংকংয়ের সাথে ৩-৩ সমতায় থাকা ম্যাচে গোল হজম করে বসে জামাল ভূঁইয়ার দল। ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকংয়ে পৌঁছে গেছে বাংলাদেশ। খেলার আগে প্রস্তুতি মাঠের বাজে অবস্থা এবং মাঠ থেকে হোটেলের দূরত্বের কথা জানালেন মিডফিল্ডার সোহেল রানা। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাফুফের ভিডিও বার্তায় সোহেল রানা বলেছেন, ‘দেখেন, আমরা এখানে আছি তাই এই জিনিসটা আমাদের ফেস করতে হবে, আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কারণ আমাদের কালকে যখন অনুশীলনের জন্য মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে প্রায় একঘণ্টার বেশি দূরত্ব ছিল। মাঠের কথা কী বলবো, মাঠ খুব বাজে ছিল। মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমাদের সাথে এরকম করবে। আজকেও একই, আমরা যে মাঠে...