
ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক সমিতি। আজ রোববার রাতে এ সিদ্ধান্ত হয়। আগামীকাল সোমবার সকাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘রাতে ময়মনসিংহ জেলা প্রশাসন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরি বৈঠকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে স্বস্তি ফিরেছে এই রুটে চলাচলকারীদের।’ এর আগে, শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আজ রোববার ভোর থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার সব রুটে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়। অনেকে আগেই টিকিট কেটে রাখলেও নির্ধারিত সময়ে বাস না পেয়ে বিপাকে...