সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ জোরালো ভাবেই চলছে। এই যুদ্ধের অন্যতম বড় ইস্যু হলো বিরল খনি। বৃহস্পতিবার চীন তার বিরল খনিজ রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে, যার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এবং আসন্ন এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের ইঙ্গিত দেন। বিরল খনিজকে ঘিরে এই টানাপোড়েন ট্রাম্প প্রশাসনের আগে থেকেই চলে আসছে। বহু বছর ধরে চীন শিল্পনীতির অংশ হিসেবে এসব খনিজের উৎপাদন ও প্রক্রিয়াকরণের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ গড়ে তুলেছে। চীনের এই সীমাবদ্ধতাকে ট্রাম্পের এপ্রিল মাসে ঘোষিত ‘পারস্পরিক শুল্ক’ নীতির প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে। জেনেভায় দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধবিরতি চুক্তির পর মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন, চীন এসব খনিজের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করবে। বিরল খনিজ আসলে কী,...