কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (১২ অক্টোবর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তির নাম আব্দুল আলী (৫০)। তিনি বাহারছড়ার জুম্মাপাড়ার মৃত নচরত আলীর ছেলে। সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে মানবপাচারকারী চক্রের মূল হোতা ও একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলী স্বীকার করেছেন, তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের...