প্রতি বছর বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পান মেহেদি হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর অধীনে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় তার হাতে। তবে অধিনায়ক হিসেবে এখনো আলো ছড়াতে পারেননি মিরাজ। তার অধীনেও বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ ওয়ানডে দল। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে দলের নেতৃত্বে আসেন মিরাজ। ওই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে মিরাজের দল। তাতে মিরাজের নেতৃত্বে টানা দুই সিরিজে হারলো বাংলাদেশ। অধিনায়ক হিসেবে মিরাজের শুরুটা প্রত্যাশামাফিক না হলেও এখনই আশাহত হচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সহ-সভাপতি ফারুক আহমেদ। এই সাবেক অধিনায়কের মতে মিরাজের নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে। তাকে আরও সময় দিলেই ভালো ফলাফল পাওয়া যাবে বলে মনে...