১২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম হজ নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে আজ রোববার দিবাগত রাতে। আজ রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৪১ হাজার ৯৭২ জন হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৩০৯ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজযাত্রীর কোটার বেশির ভাগই খালি রয়েছে। দেশের অর্থনৈতিক সংকটের দরুণ অনেক হজযাত্রী সাড়ে ৩ লাখ টাকা দিয়ে হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে অনীহা প্রকাশ করছেন। গত বছর নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এবার হঠাৎ আরও ৫০ হাজার টাকা বৃদ্ধি করে নিবন্ধনের সাড়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়। আজ হজযাত্রী নিবন্ধনের কোটা পূরণ না হওয়ায়...