১২ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, "স্বাধীনতা সংগ্রামে যাদের বিতর্কিত অবস্থান ছিল তারাই এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারাই তাদের দলের একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু দু-একটি রাজনৈতিক দল এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা দেশের নির্বাচন চায় না। যারা দেশের মঙ্গল চায় না তারা দেশের নির্বাচন চায় না। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে যাদের অবস্থান বিতর্কিত ছিল তারাই নির্বাচন চায় না। তারাই এখন নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে।" রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল...