ঘরের মাঠের হার ভুলে হংকংয়ের মাঠে জয়ের লক্ষ্য বাংলাদেশের। তবে সেটি মোটেও সহজ হচ্ছে না হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের জন্য। খেলা শুরুর তিন দিন আগে থেকেই “মাইন্ড গেম” খেলা শুরু করে দিয়েছে স্বাগতিক হংকং। দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু তবে সেখানে মুখোমুখি হতে হচ্ছে প্রতিকূল পরিস্থিতির। হংকংয়ে প্রস্তুতির জন্য যে মাঠ পেয়েছে বাংলাদেশ সেটি মানসম্মত নয়। তার ওপর টিম হোটেল থেকে লম্বা পথ পারি দিয়ে যেতে হচ্ছে অনুশীলনে। এটি মূলত মাঠে নামার আগেই বাংলাদেশের সঙ্গে স্বাগতিকদের আরেকটা খেলা, যেটা বলা যায় “মাইন্ড গেম”। তবে এটিতে মোটেও বিচলিত নয় বাংলাদেশ দল। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় সেটিই স্পষ্ট করলেন মিডফিল্ডার সোহেল রানা। এমন কিছু যে স্বাগতিকরা করবে সেটি আগে থেকেই অনুমান করেছিলেন হামজা-শমিতরা। তাই টলছেন না এতে। সোহেল...