চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সিএমপি উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলামকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে জিইসি কনভেনশন সেন্টারে পুলিশের গুলির ঘটনার ফলোআপ রিপোর্ট সংগ্রহ করতে তিনি আজ সকালে খুলশী থানায় যান। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার রেকর্ড করা শুরু করলে ডিসি আমিরুল এসে প্রশ্ন করেন যে, আমি কার অনুমতিতে রেকর্ড করছি।’ তিনি বলেন, ‘আমি তখন বলি যে, সবার সামনে সাক্ষাৎকার রেকর্ড করছি, অনুমতির প্রয়োজন নেই। তখনই তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে ক্যামেরা বন্ধ করতে...