চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা, শেখ হাসিনা স্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় কনসার্টে। রোববার (১২ অক্টোবর) সকালে খুলশী থানায় এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া ১০ জনকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়েছে। আটককৃতদের ৫ জন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং ৫ জন আয়োজক কমিটির সদস্য। আটককৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা নুর এলাহী ফারুক (৫০), ছাত্রলীগ কর্মী আয়মান মুরাদ ফারদিন (১৮), শহিদুল ইসলাম সানি (২৪), সাব্বির হোসেন...